অবিকল কলার মতো দেখতে সাপ, তুমুল ভাইরাল ছবি – indexnews.us


দেখা যাচ্ছে, একটি টেবিলে দুটি পাকা হলুদ রঙের কলা রাখা আছে। হলুদ রঙের কালো ছোপ ছোপ দাগ আছে কলার শরীরে। ভাবছেন এই সাধারণ ভিডিওটি ভাইরাল হবার মতো কি আছে। নিশ্চয়ই এই পর্যন্ত তেমন কোনো ব্যাপার নেই ভাইরাল হবার মতো। কয়েক সেকেন্ড পর এক ব্যক্তি একটি কলা হাতে ওঠালে বোঝা যায় সেটি আসলে এক সাপ।