৭ তরুণ নিখোঁজের ‘কুশীলব’ কে এই হাবিবুল্লাহ? – indexnews.us


কুমিল্লা থেকে সাত তরুণ নিখোঁজের পেছনের কারিগরকে চিহ্নিত করেছে র্যাব। শহরের কোবা মসজিদের নিখোঁজ ইমাম শাহ মো. হাবিবুল্লাহ তাদের ঘর থেকে বের করেছে বলে র্যাবের তদন্তে উঠে এসেছে। এদিকে, নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই শিক্ষার্থীরা নিয়মিত কোবা মসজিদে নামাজ আদায় করতো এবং ইমামের সঙ্গে তাদের সখ্য ছিল।
বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে র্যাবের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, ইমাম হাবিবুল্লাহর নির্দেশেই ওই তরুণরা বাড়ি ছাড়ে। এর আগে তাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হয়। তাদের ব্রেন পুরোপুরি ‘ওয়াশ’ হওয়ার পর ‘জিহাদের জন্য হিজরতে’ পাঠানো হয়। তবে তারা পুরোপুরি জঙ্গিবাদে দীক্ষিত হয়েছে কিনা এর আগে কয়েক ধাপে তাদের পরীক্ষা করা হয়। কেবল পুরোপুরি প্রস্তুত করা তরুণদের বাড়ি ছাড়ার জন্য নির্দেশ দিতেন এই হাবিবুল্লাহ। মূলত হাবিবুল্লাহর নির্দেশেই সাত তরুণ বাড়ি ছাড়ে।
নিখোঁজ হওয়া সাত জন—কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ইমরান বিন রহমান (১৭), আস সামি (১৮), নিহাল (১৭), ভিক্টোরিয়া কলেজের অনার্সের (৩য় বর্ষ) শিক্ষার্থী আমিনুল ইসলাম আলামিন (২৩), কুমিল্লা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল ইসলাম (১৮), ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ইমতিয়াজ আহমেদ রিফাত (১৯) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করা নিলয় (২৫)। এরমধ্যে নিলয়ের বাড়ি কুমিল্লা নয়। ঢাকার বাসিন্দা হলেও কুমিল্লা থেকে নিখোঁজ নিহালের খালাতো ভাই সে। এই সাত জনের মধ্যে এখন পর্যন্ত তিন জনকে উদ্ধার করেছে র্যাব। তারা হলেন—হাসিবুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ রিফাত ও নিলয়।