বাংলাদেশি তরুণীকে জোরপূর্বক সিঁদুর পরালেন ভারতীয় যুবক


মাগুরার শ্রীপুর উপজেলায় তন্নী মণ্ডল নামে এক তরুণীকে জোরপূর্বক সিঁদুর পরানোর অভিযোগ উঠেছে সজল নামে ভারতীয় যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী তন্নী মণ্ডল বলেন, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সজল, আদলী রানী, আলো রানী ও পরিমল কুমার মণ্ডল ভারত থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। ওই সময় আমি আর আমার মা বাড়িতে ছিলাম, কোনো পুরুষ মানুষ বাড়িতে ছিল না। এই সুযোগে জোরপূর্বক আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন সজল। একই সঙ্গে এ ঘটনার ভিডিও ধারণ করা হয়।